নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের চৌরাস্তায় এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
প্রধান অতিথির বক্তব্যে রিজভী আহমেদ বলেন, স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশে না থাকলেও তার দোসররা উজ্জিত রয়েছে। তাঁরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে নির্মম নির্যাতন পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাহলে দেশে কি শান্তি ফিরে এসেছে। একজন বিচারপতি কালা মানিক ভারতে পালাতে গিয়ে সত্তর লাখ টাকা খুইয়েছেন। একজন বিচারপতি কত টাকা বেতন ভাতা পান। দেশে টাকা বিদেশে পাচার করে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন।
তিনি বলেন, একটি দেশের ডিবি প্রধান হারুন বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করে খুন গুম করেছে। তিনি এসব শেখ হাসিনার অন্ধ অনুগতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার দাবি করেন।

Discussion about this post