মোঃ ছালাহ উদ্দিন( মনপুরা- ভোলা সংবাদদাতা):
নৌ পরিবহন উপদেষ্ঠা ব্রিগেডিয়ার জেনারেল ( অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, হয়তো আমরা আর বেশিদিন নাই। এই চোরদের আর নির্বাচন করিয়েন না। এই দেশের কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে।
শনিবার সকাল ১০ টায় ভোলার মনপুরায় বিচ্ছন্ন কলাতলী ইউনিয়নের ঢালচরে আলহাজ্ব চৌধুরী কামালউদ্দিন লঞ্চ ঘাট উদ্বোধনী অনুষ্ঠানে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে নৌ পরিবহন উপদেষ্ঠা বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত আধুনিক লঞ্চ ঘাট ও জেটি প্রকল্প মনপুরা উপজেলার রামনেওয়াজ ঘাট ও হাজির হাট ঘাট পরিদর্শন
করেন।
এই সময় উপদেষ্ঠা ব্রিগেডিয়ার জেনারেল ( অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, নৌ পথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড কাজ করবে। এছাড়াও দক্ষিণাঞ্চলের নৌ পথ সচল রাখতে ড্রেজিং কার্যক্রম চালুর কথা জানান তিনি।
এই সময় বিচ্ছন্ন কলাতলী ইউনিয়নের সকল জনগনের পক্ষে দাবি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হোসেন রাজিব চৌধুরী।
পরে দুপুর ১ টায় মনপুরা উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন নৌ পরিবহন উপদেষ্টা।
ঢালচর সুধি সমাবেশ ও মতবিনিময় উপস্থিত ছিলেন সাবেক সচিব নাজিমউদ্দিন চৌধুরি,বিআইডব্লিওটির চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা,উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান,উপজেলা বিএনপির সভাপতি
বীরমুক্তিযোদ্ধা শামসুউদ্দিন বাচ্চু চৌধুরি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান কবির প্রমুখ।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post