মেহেরপুর প্রতিনিধি : দেশে অশান্ত ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ বেলা সাড়ে এগারোটার সময় মেহেরপুর শহরের শামসুদ্দোহা পার্ক থেকে মিছিলটি বের হয়। এ সময় মিছিলে নেতৃত্ব দেয় ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।
মিছিলে উপস্থিত ছিল শিক্ষক মূঈজ খন্দকার, ছাত্রেদর মধ্যে হাসনাত জামান সৈকত, এস এম প্লাবন, মোঃ রফি সহ আন্দোলনের পক্ষের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। এ সময় গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে সতর্ক করা হয়। ছাত্র জনতা সহ সকলকে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানানো হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ আগষ্ট ২০২৪

Discussion about this post