হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি কার্যালয়ে জবাবদিহি পত্রিকার দৌলতপুর প্রতিনিধি রাকিব আলীর আয়োজনে জাঁকজমক ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো.হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা,দেশবরেণ্য শিল্পপতি মো.তারেক আল মামুন (জাপান)।
এছাড়াও দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চুসহ প্রেসক্লাবের অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।এসময় আমন্ত্রিত অতিথিরা বস্তুনিষ্ঠা সংবাদ প্রকাশে দৈনিক জবাবদিহি পত্রিকার ভূমিকা তুলে ধরার পাশাপাশি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
Discussion about this post