নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি: নেছারাবাদে দোকান থেকে পানি খেয়ে দোকানের সামনেই অজ্ঞান হয়ে পড়ে গেল বাদল গাজী(৫৫) নামে জনৈক এক পথচারি।
শনিবার দুপুরে উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি ফাস্ট ফুডের দোকানের সামনে এ ঘটনা ঘটেছে।
দোকানে খেতে আসা কয়েকজন শিক্ষক ঘটনাটি দেখে তাকে তাড়াহুড়ো করে নেছারাবাদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ওই ব্যাক্তির বাড়ী নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী কাউখালি উপজেলার আমড়াঝুড়ি গ্রামে। তিনি ওই গ্রামের মো: আব্দুল আউয়াল গাজীর ছেলে।
জাকির হোসেন নামে এক শিক্ষক জানান, ওই লোকটি দোকানে নাস্তা খাচ্ছিল। খাওয়া শেষে পানি মুখে দিয়েই অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তখন দোকানে খেতে আসা কয়েকজন লোক এগিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যান।
ওই দেকানের কর্মচারি আবু হানিফ বলেন, তিনি দোকানে এসে দাড়িয়ে দাড়িয়ে একটি রোল খেয়েছেন। এরপরে এক গ্লাস পানি খেয়ে নাস্তার বিল পরিশোধ করেন। বিল দিয়েই সে অজ্ঞান হয়ে দোকানে সামনে পড়ে যান। দোকানে থাকা নাস্তা খেতে আসা বেশ কয়েকজন শিক্ষকরা তাকে ধরে মাথায় পানি দেন। এরপরে তার অবস্থা আরো খারাপ হলে সবাই মিলে হাসপাতালে নিয়ে গেছেন। শুনেছি তিনি মারা গেছেন।
নেছারাবাদ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মো: শাহরুক মল্লিক জানান, “হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। তবে কি কারনে মারা গেছেন পরীক্ষা নীরিক্ষা না করে বলা যাবেনা। সম্ভবত, তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারেন”।
দৈনিক দেশতথ্য//এইচ//