Print Date & Time : 22 August 2025 Friday 10:54 pm

দৌলতপুরের একটি ক্লিনিকের চিকিৎসা কার্যক্রম নিষিদ্ধ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
এক মাসের মধ্যে দুই প্রসূতির মৃত্যুতে চিকিৎসায় অনিয়মের অভিযোগে চিকিৎসা কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কুষ্টিয়ার দৌলতপুরের আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল এবং  ডায়াগনস্টিক সেন্টারে।

বৃহস্পতিবার কুষ্টিয়া সিভিল সার্জন আকুল উদ্দিনের নেতৃত্বে এবং দৌলতপুরের স্থানীয় পুলিশ-প্রশাসনের অংশগ্রহণে হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে এর চিকিৎসা কার্যক্রম বন্ধ ঘোষণা করে, পরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে জানানো হয়, আউটডোরে চিকিৎসক রোগী দেখতে পারবেন।

কুষ্টিয়া সিভিল সার্জন আকুল উদ্দিন জানান, চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ পীযুষ কুমারকে।

এটি ১৯৯২ সালে স্থাপিত একটি স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান, যার মালিকানায় দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান নাসির গ্রুপ।

এবি//দৈনিক দেশতথ্য //২৬ সেপ্টেম্বর, ২০২৪//