Print Date & Time : 10 May 2025 Saturday 4:13 pm

দৌলতপুরের ৯ মামলার আসামি সাঈদ গ্রেপ্তার

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চর এলাকার হত্যাসহ একাধিক মামলার আসামি সাঈদ গ্রুপের প্রধান আবু সাঈদ মন্ডল(৩৫)কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।

রোববার ভোরে রাজধানীর রমনা থানা এলাকা থেকে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে দুপুরে ঢাকা থেকে দৌলতপুর থানায় নেওয়া হয় তাকে ।

সাঈদ উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর দক্ষিণ ভাঙ্গাপাড়া এলাকার ভাদু মন্ডলের ছেলে। চলতি মাসের ১১ তারিখ সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বালুর ঘাট ও মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজু হোসেন (১৮) নামের এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি তিনি।
এছাড়া এলাকায় বালুর ঘাট দখল, অবৈধ ভাবে বালু উত্তলন,অস্ত্র ও মাদক কারবার নিয়ন্ত্রণ সহ নানা অপরাধের অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হুদা বলেন,পদ্মার চর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও হত্যামামলার আসামি সাঈদ গ্রুপের প্রধান সাঈদকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে জেল খানাতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত দৌলতপুর থানায় মোট ৯ টি মামলা রয়েছে।