Print Date & Time : 24 August 2025 Sunday 8:17 pm

দৌলতপুরে অগ্নিকান্ডে ৩টি বাড়ি পুড়ে ছাই

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে ৩টি বাড়ির ৮টি ঘর ভষ্মিভূত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের চরবাহিরমাদী গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে। আগুনে নগদ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার সম্পদ ভষ্মিভূত হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়রা জানায়, চরবাহিরমাদী গ্রামের বজলু’র রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন প্রতিবেশী শহিদ ও চাঁদ খার বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলেও আগুনে ৩টি বাড়ির ৮টি ঘর পুড়ে ভষ্মিভূত হয়। আগুনে নগদ ৩লক্ষ টাকা সহ প্রায় ১৫ লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে।

বর্তমানে ৩টি পরিবার খোলা আকাশের নীচে রয়েছে। খবর পেয়ে চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের সাহায়্য ও সহযোগিতা করেছেন।

এবি//দৈনিক দেশতথ্য//২৩ এপ্রিল, ২০২৪//