Print Date & Time : 10 May 2025 Saturday 2:53 am

দৌলতপুরে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

বুধবার সকালে দৌলতপুরের বিডিএস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় পরিবারের সদস্যদের মাধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশন সংশ্লিষ্টরা।

এসময় দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী, সহকারী শিক্ষক জিল্লুর রহমান, বৈষম্যবিরোধী আন্দোলন দৌলতপুরের সদস্য সচিব আব্দুল হালিম আকাশ, দৌলতপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তাশরিক সঞ্চয়, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চলতি ইফতার বিতরণ প্রকল্পের খুলনা বিভাগীয় প্রতিনিধি মাসুম বিল্লাহ, একই প্রকল্পের দৌলতপুর প্রতিনিধি সামিউল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রী বিতরণ শেষে রমজানের পবিত্রতা সম্পর্কে আলোচনা করেন হাফেজ মোঃ নাহিদ হাসান। শেষে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণে দোয়া কামনা করা হয়।