হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা:গড়বে আগামীর শুদ্ধতা’-এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রফেসর আবু সাঈদ মোহাম্মদ আজমলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামসহ
বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্হিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আব্দুল হাই সিদ্দিকী দুর্নীতি প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান।

Discussion about this post