Print Date & Time : 10 May 2025 Saturday 1:55 pm

দৌলতপুরে ইট ভাটা মালিকদের সংবাদ সম্মেলন

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পাওনা টাকার দাবিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর কলেজের অধ্যক্ষ সাদিকুজ্জামান খান সুমনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইটভাটা মালিকগণ।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইটভাটা মালিক সমিতির সদস্যরা লিখিত বক্তব্যে জানান, উপজেলার ১২টি ইটভাটার মালিকেরা তাদের বিক্রিত ইটের টাকা বাবদ ১ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার টাকা পাওনা রয়েছেন। সাদিকুজ্জামান খান সুমন এই অর্থ পরিশোধ না করেই পলাতক রয়েছেন। বক্তারা বলেন, সুমন উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারির কাজের জন্য ইট সংগ্রহ করেছিলেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও তিনি পাওনা টাকা পরিশোধ করেননি। ইটভাটা মালিকরা আরও অভিযোগ করেন, তাদের এই পাওনা টাকার জন্য একাধিকবার সাদিকুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। উল্টো বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন বলে তারা অভিযোগ করেন। ইটভাটা মালিকগণ বলেন, এই পরিস্থিতিতে তারা ন্যায়বিচারের স্বার্থে আইনের আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত তাদের পাওনা অর্থ ফেরত পাওয়া যায়।

আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ইটভাটা মালিক মোঃ নুরুজ্জামান হাবলু মোল্লা, মোঃ রমজান আলী, মোঃ নুরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম ওলি।
এ বিষয়ে অভিযুক্ত সাদিকুজ্জামান খান সুমনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংবাদ সম্মেলনে সাদিকুজ্জামানের ম্যানেজার আবুবকর ছিদ্দিক পাওনা টাকার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, পাওনা টাকার বিষয়ে আমি কথা বলে দ্রুত পরিষদ করার জন্য বলবো।