হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৩-২০২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গরীব জেলে পরিবারের মধ্যে বকনা বাছুর (গরু) বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে এই উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ এর সভাপতিত্বে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী’র পক্ষে তার সুযোগ্য পুত্র ইমরান চৌধুরী কলিন্স,উপজেলা কৃষকলীগ নেতা মিজানুর রহমান (মজনু)সহ অন্যানরা উপস্থিত ছিলেন ।
এসময় ১৪ জন জেলের মধ্যে একটি করে ছোট বকনা বাছুর গরু বিতরণ দেওয়া হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ জুন২০২৪