কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইন ও টাপেন্টডল ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে।
জানাযায়, সোমবার সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেনের নেতৃত্বে দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নে চামনাই গ্রামে অভিযান চালিয়ে মতিয়ার রহমান এর পুত্র মাহবুবর রহমান জ্যোতি (৫৫) ও আলি হোসেনের মেয়ে রিনা খাতুন(৪০) কে হেরোইন ও ৪শত পিচ টাপেন্টডল ট্যাবলেট সহ আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। পরে তাদেরকে বিকেলে কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করেন।
এলাকাবাসী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম এর সূত্রে জানা গেছে, মাহাবুবর রহমান জ্যোতি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মাদকের সম্রাট বলে চিহ্নিত। সে দীর্ঘদিন থেকে এই মাদকের ব্যবসা চালিয়ে আসছে। মাদকসম্রাট মাহবুবর রহমান জ্যোতি কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম আটক করায় এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক বেলাল হোসেন বলেন, দৌলতপুর থানায় মাদকের ডন মাহবুবুর রহমান জ্যোতি কে আমরা গ্রেফতার করেছি। তিনি আরো বলেন, এই অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য মাদকসম্রাট মাহবুবুর রহমান জ্যোতির বিরুদ্ধে দৌলতপুর থানায় জিআর- ৪১৩,২০৯,৩১১, নং মামলা ভেড়ামারা থানায় জিআর-১১৭,১১৩,১৬১ নং মামলা এবং কুষ্টিয়া সদর থানায় জিআর-১০ মামলা চলমান রয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৪ আগস্ট ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post