দৌলতপুর প্রতিনিধি : ‘মা ইলিশ রক্ষা করুন, ইলিশ উৎপাদনে সহায়তা করুন’ এই স্লোগানে কুষ্টিয়ার দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণে প্রতিদিনের মত গতকাল শনিবার পদ্মা নদীতে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ৫ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। দৌলতপুর মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমানের নেতৃত্বে দৌলতপুর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন, দৌলতপুর থানার এস আই শাহ আলীসহ সঙ্গীয় ফোর্স। পদ্মা নদীর বাজুমারা, মানিকেরচর ও হাটখোলাপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হলে তা পুড়িয়ে ধ্বংশ করা হয় এবং উদ্ধার হওয়া ৫কেজি মা ইলিশ ফিলিপনগর মারকাজুল উলুম এতিমখানা মাদ্রাসায় সরবরাহ করা হয়।
উল্লেখ্য, গত ৪ অক্টেবর থেকে আগামীকাল ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষন, আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধের লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ পদ্মা নদীতে অভিযান চলমান রয়েছে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post