কুষ্টিয়ার দৌলতপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবাল সকালে দৌলতপুর উপজেলা পরিষদ কৃষি অফিস চত্বরে
উপস্থিত কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার তুলে দেন দৌলতপুর
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। এসময় দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৫৬০জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষি উপকরণের মধ্যে রয়েছে ৫কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০
কেজি এমওপি সার।
এবি//দৈনিক দেশতথ্য// এপ্রিল ১৯,২০২২//

Discussion about this post