দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মফিদুল ইসলাম (৫৫) নামে এক কৃষকদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার দাড়েরপাড়া গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে স্থানীয় বাসিন্দা মৃত সামু মন্ডলের ছেলে। নিহত কৃষকের দেহের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত জনিত রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে নিশ্চিত করেছেন দৌলতপুর থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানায়, সম্প্রতি নিহত মফিদুল ইসলামের ছেলে সাগরের সাথে তার স্ত্রীর দাম্পত্য কলহের জেরে বিবাহ বিচ্ছেদ হয়। এঘটনায় উভয় পরিবারের মধ্যে বিবদমান দ্বন্দ প্রকাশ্য রূপ নেয়। বুধবার সকালে স্থানীয়রা মফিদুলের রক্তাক্ত মরদেহ গাছে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। নিহতের স্ত্রী আকলিমা খাতুনের অভিযোগ, আমার ছেলে সাগরের বউ তালাকের ঘটনাকে কেন্দ্র করে সাগরের শ্বশুড় বাড়ির লোকজন বেশ কিছুদিন ধরে আমাদের হুমকি ভয়ভীতি দিয়ে আসছে। এ ঘটনার জের ধরেই প্রতিপক্ষরা আমার স্বামীকে ধরে নিয়ে গিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখে।
আজ বুধবার সকালে মফিদুল ইসলামের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহরতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, বুধবার দুপুরে স্থানীয়দের নিকট থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মফিদুল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। লাশের সুরতহালে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে কেউ পরিকল্পিতভাবে শ্বাসসরোধে এবং কুপিয়ে হত্যা করে ঝুলিয়ে রেখে গেছে। ঘটনা যেটাই হোক ময়না তদন্ত রিপোর্ট পেলেই জানা যাবে। তবে এঘটনায় এখনও কেউ থানায় এসে কোন অভিযোগ করেনি এবং পুলিশ কাউকে আটক করেনি।
প্রিন্ট করুন
Discussion about this post