হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে জনস্বার্থে স্বাস্থ্য সেবার মান উন্নত, নকল,ভেজাল ও নিম্নমানের ঔষধ ক্রয়-বিক্রয় বন্ধ ও ঔষধ ব্যবসায় শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বি,সি,ডি,এস দৌলতপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আবু সাঈদ মো. আজমল হোসেন।এসময় বি,সি,ডি,এস দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল আলম টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক কে,এম মুহসীনিন মাহবুব, কুষ্টিয়া ঔষধ তত্ত্বাবধায়ক মিঠুন কুমার ঘোষ। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বি,সি,ডি,এস এর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রিন্ট করুন
Discussion about this post