হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো.আব্দুল হাই সিদ্দিকী।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা,উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম,নবাগত উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম পুলোক,দৌলতপুর হাসপাতালের আরএমও সামসুল আরেফিন,ডা.তাবাসসুম খানম মালা,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিক,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় গণহত্যা দিবস উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্মৃতিচারণমূলক সভা,রাত ১০.৩০ মিনিটে বিদ্যুৎ লাইনে ১ মিনিট ব্লাক আউট এবং ২৬ মার্চ উপলক্ষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা,একত্রিশ বার তোপধ্বনী,জাতীয় পতাকা উত্তোলন,স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ, সুবিধামত সময়ে মসজিদ-মন্দির-গীর্জায় মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন,আলোক সজ্জা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Discussion about this post