Print Date & Time : 25 August 2025 Monday 3:51 am

দৌলতপুরে গাভী পালন প্রশিক্ষণের উদ্বোধন

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় গরুর খামারিদের নিয়ে ৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) নিবিড় প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

উপজেলা সমবায় অফিসের আয়োজনে সোমবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ।এসময় উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলামসহ অনান্যরা উপস্হিত ছিলেন। 

দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুষ্টিয়ার দৌলতপুরে গঠিত শ্যামনগর দুগ্ধ সমবায় সমিতি লি: এর ৫০ জন সদস্যর মধ্যে  প্রথম দিন ২৫ জন সদস্য প্রশিক্ষন অংশ নেন।উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সমবায় অধিদপ্তরের দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় শ্যামনগর দুগ্ধ সমবায় সমিতি লি: এর ৫০ জন গরু খামারিকে ২টি শংকর জাতের বকনা গরু কেনার জন্য অর্থ দেওয়া হবে ।

এই প্রকল্পের অর্থ থেকে কেনা গরু থেকে খামারি নিজের দুধের চাহিদা মিটিয়ে অন্যদের কাছে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৫ মে ২০২৪