Print Date & Time : 12 September 2025 Friday 12:21 pm

দৌলতপুরে গ্রামীণ সড়কের বেহাল দশা

কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামীণ সড়কের বেহাল দশা কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে ওই সড়কটি চলাচলের অনুপোযোগি হয়ে পড়ে।

উপজেলার ৯নং রিফাইতপুর ইউনিয়নের ৫নং ভাদালিয়া পাড়া গ্রামের কয়েক শত পরিবারের বসবাস সেখানে যাতায়াতের জন্য একটিমাত্র মাটির রাস্তা যা বছরের বারোমাসি থাকে জনদুর্ভোগে। বর্ষা মৌসুমে কাদা আর শুকনো মৌসুমের প্রচন্ড ধুলাবালির মধ্য দিয়ে চলাচল করতে হয় সেখানে বসবাসকারীদের। 

স্থানীয় বেশ কয়েকজনের সাথে আলাপকালে তারা জানান, শুধু ভোটের সময় প্রার্থীরা এসে রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দেন। ভোট শেষ আর তাদের দেখা মেলে না। স্থানীয় ইউপি সদস্যদের কাছেও পূর্বে একাধিকবার ধর্ণা দিয়ে শুধু প্রতিশ্রুতি মিলেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। 

ভাদালিয়া পাড়া ৫ নং ওয়ার্ডের আলমমোড় থেকে তাহেরমোড় পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় গ্রীষ্মকাল ও বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু কাদা জমে। তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও বিপজ্জনক হয়ে পড়ে।

এবারের বর্ষার শুরুতেই বৃষ্টিতে ধান চাষ করার মতো অবস্থার সৃষ্টি হয়েছে দুর্ভোগ নিরসনে রাস্তাটি দ্রুত যাতাযাত এর উপযোগী না করা হলে সেখানে ধান লাগিয়ে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে প্রতিবাদ-মানববন্ধন করার হুশিয়ারি দিযেছেন স্থানীয়রা।

এই রাস্তাটির কথা আমি বারবার তুলে ধরেছি। বৈশাখ মাসে ট্রলি দিয়ে ধান আনা নেয়ার সময় রাস্তাটির দশা বেহাল হয়ে যায়। শুনেছি এমপি মহোদয়ও এলাকবাসীকে বার বার প্রতিশ্রুতি দিয়েছেন।    

এ রাস্তাটিই এ এলাকার ছাত্র-ছাত্রীদের যাতায়াতের একমাত্র পথ। গ্রীষ্মকাল এবং বর্ষাকালে শিক্ষার্থীদের কষ্টের সীমা থাকে না। এ রাস্তায় চলাচলের বাধা একটাই- এর বেহাল দশা। রাস্তাটি পাকা হলে এ এলাকার প্রায় ২ হাজার মানুষের কষ্ট দূর হবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং এ অঞ্চলের মানুষের দিকে তাকিয়ে রাস্তাটি পাকা করার উদ্যোগ গ্রহণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

আর//দৈনিক দেশতথ্য//২০ জুন-২০২২//