দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে প্রশাসনকে তোয়াক্কা না করে পদ্মা নদীর কোল ঘেঁষে বয়ে চলা দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের চৌদ্দ হাজার মৌজার নতুনচরে ইজরা ছাড়াই পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রতিদিন অবৈধভাবে বালি উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে। চৌদ্দ হাজার মৌজার নতুুনচরে পদ্মা নদী থেকে প্রতিদিন শত,শত, কার্গো ও নৌকা বালি উত্তোলন করা হচ্ছে। এরফলে হুমকির মুখে পড়তে হবে রায়টা-মহিষকুন্ডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সেই সাথে ধস নামার সম্ভাবনা রয়েছে ফিলিপনগর-ইসলামপুর ব্লক দিয়ে নির্মিত স্থায়ী বাঁধে। এলাকাবাসী সূত্র জানিয়েছে, কলদিয়ার, ভুুরকা এলাকার ক্যাডার বাহিনী সহ স্থানীয় প্রভাবশালী ও সরকার দলীয় লোকজন এ বালি উত্তোলনের সাথে জড়িত আছেন। বালি উত্তোলনের বিষয়ে কেউ মুখ খুললেই তাদের বিরুদ্ধে নেমে আসে জুলুম ও অত্যাচারের ঝড় এবং দেয়া হয় নানা ধরনের হুমকি। বালি উত্তোলনে চাঁদা আদায়কারী ওই মহল প্রশাসনকে ম্যানেজ করে বালি উত্তোলন করছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানিয়েছেন। এ বিষয়ে বালি নিতে আসার কার্গো ও নৌকার মাঝিরা, বলেন কার্গো ও নৌকা প্রতি ১৫০০ থেকে ৩০০০ টাকা চাঁদা দিতে হয় উজ্জ্বল সরদারের ক্যাডার বাহীনির সদস্যরা। এতে প্রতি মাসে কমপক্ষে কোটি টাকা চাঁদা আদায় করে থাকে ওই প্রভাবশালী মহল। এ বিষয়ে বালি উত্তোলন কারবারিদের সাথে কথা বলতে চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতে নারাজ, গোপনে ধারণ করা ক্যামেরায় কিছু প্রভাবশালী নেতাদের নাম উঠে এসেছে। তবে দৌলতপুর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গতবছর পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করলেও থেমে নেই এবছর, ওই প্রভাবশালী মহলের অবৈধভাবে পদ্মা নদীর তীরবর্তী ও বসতি এলাকায় অবৈধভাবে বালি উত্তোনের কাজ। প্রশাসনের অভিযান তেমন না হওয়ার কারণে বালি উত্তোলনকারী ওই মহলটি অবাঁধে ও নির্বিগ্নে বালি উত্তোলনের কাজটি করে যাচ্ছে। এদিকে নদী তীরবর্তী ভুক্তভোগী এলাকাবাসীরা জানান বাঘার লক্ষীনগরে বালি ঘাট ইজরা নেওয়া হলেও সেখানে বালি উত্তলোন না করে দৌলতপুরে মরিচার ইউনিয়নের চৌদ্দ হাজার মৌজার নতুনচরে লালচাঁদ বাহীনির সেনাপতি উজ্জ্বল সরদারের নেতৃত্বে রজব নৌ-পুলিশের সহযোগীতায় অবৈধভাবে বালি উত্তোলন করছে ও কার্গো, নৌকা থেকে চাঁদাবাজি করছে উজ্জ্বল সরদারের ক্যাডার বাহীনির সদস্য বেলাল, মুনতাজ, লাভলু, আলমগীর, বক্কর, বেলাল মেম্বার, নাসির মেম্বার সহ আরও অনেকে। অবৈধ ভাবে বালি উত্তলোন বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

Print Date & Time : 6 July 2025 Sunday 2:53 am