Print Date & Time : 25 August 2025 Monday 12:33 am

দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত-২ : পুলিশ মামলা নেয়নি 

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জমি জায়গা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে স্বামী-স্ত্রী ২জন আহত হয়েছেন।

 গত ১৮ এপ্রিল বিকেলে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা বাজার সংলগ্ন চামনাই গ্রামে হামলার এ ঘটনা ঘটে। 

হামলায় আহত মাহফুজুর রহমান (৪৫) ও তার স্ত্রী সালেহা আক্তার রিপা (৩৮) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় দৌলতপুর থানায় এজাহার দায়ের করা হলেও হামলাকারীদের বিরুদ্ধে দৌলতপুর থানা পুলিশ মামলা নেয়নি বলে পরিবারের অভিযোগ রয়েছে। 

আহত মাহফুজুর রহমানের এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে একই এলাকার মাহফুজুর রহমানের চাচাতো ভাই ও ভাবীদের সাথে বসত বাড়ির জমি জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল এবং এনিয়ে তারা বিভিন্ন সময় হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকিও দিয়েছে তাদের। এরই সূত্র ধরে গত ১৮ এপ্রিল বিকেলে মৃত মোশারোফ হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (৪৭), মো. শফিকুল ইসলাম (৫০) ও মো. লাবলু হোসেন (৬০) সহ তাদের স্ত্রীরা অর্তকিতভাবে মাহফুজুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মাহফুজুর রহমান ও তার স্ত্রী সালেহা আক্তার রিপাকে আহত করে। এসময় হামলাকারী নগদ অর্থ ও স্বর্ণলংকারও লুট করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হামলার ঘটনায় মাহফুজুর রহমান বাদী গত ২১ এপ্রিল ৬ জনকে আসামী করে দৌলতপুর থানায় একটি এজাহার দাখিল করেন। ঘটনার ১০ দিন পার হলেও অজ্ঞাত কারনে দৌলতপুর থানা মামলাটি পুলিশ রেকর্ড করেননি। ফলে হামলার শিকার আহত পরিবার উদ্বেগ উৎকন্ঠা ও শঙ্কার মধ্যে রয়েছেন।

এ বিষয়ে বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, যদি মামলা হওয়ার মতো ঘঁটনা হয়, আহত হয়ে রোগী হাসপাতালে ভর্তি থাকে তবে অবশ্যই মামলা হবে। আর যদি মামলা হওয়ার মত ঘটনা না হয়ে হাসপাতালে ভর্তি থাকে তাহলে তো মামলা হবে না।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ এপ্রিল ২০২৪