দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌহিদুল হাসান তুহিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর সহকারী সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল আহমেদ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়।
সেমিনারে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকা, দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন, দৌলতপুর সদর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম মহি, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার, আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও আমন্ত্রিত সুধীজন।
সেমিনার সঞ্চালনায় ছিলেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: নাসরিন আক্তার। সেমিনারে পুষ্টি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৬ জুন ২০২৪
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post