বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, হরতাল, অবরোধ ও দেশী বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুরে জাসদের বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার তারাগুনিয়া ডাকবাংলো চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
দৌলতপুর জাসদের সভাপতি সহির উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, যুবজোটের কেন্দ্রীয় সভাপতি ও জাসদের জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবীর স্বপন, দৌলতপুর জাসদের সাধারণ সম্পদক আশরাফুল ইসলাম নান্নু মাষ্টার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, আব্দুল আজিজ ও দৌলতপুর যুবজোটের সভাপতি চাঁদ মহম্মদ। সমাবেশ শেষে যুবজোটের কেন্দ্রীয় সভাপতি ও জাসদের জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবীর স্বপনের নেতৃত্বে একটি মশাল মিছিল তারাগুনিয়া বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানামোড় গিয়ে শেষ হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৭ নভেম্বর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post