দৌলতপর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জুমে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে জুমে এ সভা অনুষ্ঠিত হয়। জুমে সভায় যোগ দিয়ে বক্তব্য রাখেন, দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম শফিক, পিয়াপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু, দৌলতপুর গার্লস কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। সভায় করোনা স্বাস্থ্য বিধি মেনে পবিত্র ঈদ উল আযহা উদ্যাপনের পাশাপাশি সকলকে করোনা স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়ে সভা শেষ করেন সভার সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। সভায় আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ যোগ দেন।

Discussion about this post