আসন্ন কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের (দৌলতপুর) সদস্য প্রার্থী সমাজসেবক হাজী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সাদিপুর হাজ্বী হুমায়ন কবিরের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় লিখিত বক্তব্যে জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী হাজ্বী হুমায়ন কবির বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি বিজয় সুনিশ্চিত করার জন্য। এতে আমার সুনিশ্চিত বিজয় দেখে একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমে অর্থ লেনদেনসহ অনেক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে আসছে যা পারিবারিক সম্মান ও বংশীয় মর্যাদা ক্ষুন্ন করেছে।ওই স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এছাড়াও হাজ্বী হুমায়ন কবির বিগত ১৫বছর ধরে একটি বিদেশী কোম্পানির মাধ্যমে এই উপজেলার মানুষের বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছেন সেসব কথা তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা হোগলবাড়ীয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মানারুল ইসলাম এরশাদ,হাজ্বী হুমায়ন কবিরের বড় সমাজসেবক মো. মামুনুর রশিদ সহ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১০,২০২২//
প্রিন্ট করুন
Discussion about this post