দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : দৌলতপুরে ট্রলিচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা (৫০) হোসেনাবাদ গ্রামের বাসিন্দা এবং সে হোসেনাবাদ বাজারে একটি পরিবহনের টিকেট কাউন্টারে কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম মোস্তফা হোসেনাবাদ বাজারের দাড়িয়ে ছিলেন। এ সময় স্যালো ইঞ্জিন চালিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গোলাম মোস্তফা কে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যান।
ঘটনার পরপরই ঘাতক ট্রলির ড্রাইভার পালিয়ে যায়। ইঞ্জিন চালিত ঘাতক ট্রলিটি একই এলাকার আসলাম হোসেনের বলে জানা গেছে। দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post