ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরের আল্লার দরগা- রাইটা রাস্তায় সোনাইকুন্ডি সরকারি ইন্দারা নামক স্থানে বালু ভর্তি অবৈধ স্টিয়ারিং ট্রলি গাড়ির চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছে।
গতকাল রবিবার (১১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালক উপজেলার আল্লারদর্গা সোনাইকুন্ডি ইন্দারা পাড়া গ্রামের জমির উদ্দিন বিশ্বাসে ছেলে জিল্লুর রহমান (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাশের ভেড়ামারা উপজেলার ফয়জুল্লাহপুর বালিরঘাট থেকে বালু নিয়ে স্টিয়ারিং ট্রলি গাড়িটি ঘটনাস্থলে পৌঁছালে ভ্যানচালককে চাপা দেয়। আহত অবস্থায় ভ্যানচালক জিল্লুরকে এলাকাবাসী উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। স্টিয়ারিং ট্রলি গাড়িটি জব্দ করা হয়েছে, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ ফেব্রুয়ারি ২০২৪
প্রিন্ট করুন
Discussion about this post