Print Date & Time : 10 May 2025 Saturday 3:43 pm

দৌলতপুরে ট্রাকের ওপর থেকে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে কাঠের খড়ি বোঝায় ট্রাকের ওপর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। 

নিহত সজিব ওই ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আফতার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশি উচ্চতায় লোড নিয়ে একটি কাঠের খড়ি বোঝায় ট্রাক ঝাউদিয়া এলাকায় আসলে ট্রাকের উপরে থাকা সজিব রাস্তার ওপরে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে বেঁধে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।