বৃক্ষরোপণ হোক সামাজিক আন্দোলন” এ স্লোগানে এসএফএ’র ৫ম বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করা হয়।
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাণ ও প্রকৃতির কথা ভেবে ১০০০/- (এক হাজার) আমগাছ রোপণের মহৎপ্রাণ উদ্যোগ নিয়েছেন মানবিক ডাক্তার খ্যাত ডাঃ এ.এস.এম মুসা কবির৷ উদ্যোগটির সফলতায় কাজ করছে উপজেলার অন্যতম অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী যুব সংস্থা “স্মাইল ফর অল এসএফএ”।
সংস্থাটির এটি বৃক্ষরোপণ ৫ম সিজন। এরই ধারাবাহিকতায় গত শনিবার (১লা জুলাই) বিকেল ৪ টার সময় বৃক্ষরোপণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মানবিক ডাক্তার ও তার সহধর্মিণীর উপস্থিতে উদ্বোধনী আয়োজনটি আলোকিত ও স্মরণীয় করে রাখতে উপস্থিত ছিলেন, দৌলতখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জনাব মো: মজিবর রহমান, এসএফএ’র উপদেষ্টা মণ্ডলীয় দৌলতপুর ডিগ্রি কলেজ এর প্রভাষক জনাব মো: তানজিন হাসান শাহীন, আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, সমাজসেবী মোছাঃ মারুফা ইয়াসমিন সুরভী। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবী মর্তুজা আলম ফিরজ সহ এসএফএ সংস্থার দায়িত্বশীল সদস্য ও স্বেচ্ছাসেবকেরা।
ডাঃ মুসা কবির সিঙ্গাপুরে সাথে তুলনা করে বলেন, প্রকৃতিতে এখন বর্ষাকাল। আর বর্ষা হলো গাছ লাগানোর মোক্ষম সময়। আমরা চাইলে দৌলতপুরকে সিটি ইন দ্যা গার্ডেনে রুপদান করতে পারি। আর এটার জন্য আমরা আজ থেকে কাজ শুরু করলাম৷ তিনি দৌলতপুরকে শিক্ষা, ক্ষুধামুক্ত ও সবুজায়নের প্রচেষ্টার কথা বলেন৷
বৃক্ষরোপণের সমন্বয়ক তামিম মুবাশ্বির জানান, এভাবে শুধু বৃক্ষরোপণ নয়, বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যাতে মনোনিবেশ থাকবে আমাদের স্বেচ্ছাসেবকরা৷ আমরা উপজেলার সকল সেবামূলক প্রতিষ্ঠানকে বৃক্ষরোপণের জন্য উদ্বুদ্ধ করবো। বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রুপদান করা হবে এবং পুরো বর্ষা জুড়ে চলবে এসএফএ’র ৫ম সিজনের বৃক্ষরোপণ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩ জুলাই ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post