Print Date & Time : 4 July 2025 Friday 11:27 pm

দৌলতপুরে দিনদুপুরে স্বর্ণালঙ্কার-টাকা লুট

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে দিনদুপুরে গৃহবধূর গলায় ছুরি ধরে এক বাড়ি থেকে নগদ টাকা,স্বর্ণালঙ্কার,মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার খলিসাকুন্ডি মোল্লা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়,সকাল ৮টার দিকে লুট করার উদ্দেশ্যে কয়েকজন মিলে খলিসাকুন্ডি বাজারের ছোয়া টেলিকমের স্বত্বাধিকারী রফিকের বাড়িতে হানা দেয়।সেসময় রফিক বাড়ির পাশে একটি মসজিদের নির্মাণ কাজ চলাতে সেখানেই ছিল। রফিকের স্ত্রী জানিয়েছেন,হঠাৎ ১জন লোক অস্ত্র নিয়ে বাসায় ঢুকে পড়ে।এবং বাইরে আরো কয়েকজন ছিলো। কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।পরে টাকা ও স্বর্ণালঙ্কার বের করে দেয়ার জন্য আমার গলায় ছুরি চালানোর চেষ্টা করে।পরে বাধ্য হয়েই আমার গলায় থাকা স্বর্ণের চেইন,কানের দুল খুলে দি।পরে তারা আলমিরা থেকে এক লক্ষ নগদ টাকা,সাত ভরি স্বর্ণালংকার ও ৪টা মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে পালিয়ে যায়।খবর পেয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন,এবিষয়ে ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।আমরা বিষয়টি খোঁজ নেয়ার চেষ্টা করছি। এখানে চুরি, ডাকাতি নাকি অন্য বিষয় রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।