Print Date & Time : 21 August 2025 Thursday 12:10 pm

দৌলতপুরে দুই ভাইকে হত্যার ঘটনায় আটক-৪

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে গোষ্ঠিগত বিরোধে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। হামলার ঘটনায় অন্তত ৫জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৪জনকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসাপতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হামিদুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলাম। এরা ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের রমজান আলী মন্ডলের ছেলে।

হত্যাকান্ডের সময় তারা ছাতারপাড়া বাজারে একটি চায়ের দোকানে অবস্থান করছিল। পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষরা তাদের ওপর হামলা চালিয়ে নির্মম ও নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। হত্যার ঘটনায় দৌলতপুর থানা পুলিশ ৪ জনে আটক করেছে।

এদিকে নিহতদের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে গতকাল বৃহস্পতিবার বাদ আছর নিজ এলাকার কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

হামলায় নিহত হামিদুল ইসলাম ও নজরুল ইসলামের ভাতিজা সুজন ইসলাম জানান, বুধবার বিকেলে ছাতারপাড়া বাজারে পিয়াদা বংশের মনো, ওয়াসিম, রাসেল, ফারুক, রেনিস, কবিরুল, আলামিন, আজাবুল, রুবায়েত, ইন্তা মলিথা, সুমন পিয়াদা সহ ১৫-১৬জন অস্ত্রে সজি¦ত আমার দুই চাচাদের ওপর হামলা চালিয়ে ধারাল অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। যারা হামলা করেছে তাদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে বংশগত বিরোধ ছিল।

আমরা আওয়ামী লীগ সমর্থন করি আর যাদের হামলায় আমার দুই চাচা নিহত হয়েছেন তারা বিএনপি করে। পূর্ব বিরোধ নিয়ে আমার দুই চাচাকে হত্যা করেছে তারা। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

হত্যাকান্ডের ঘটনায় দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর জানান, পূর্ব বিরোধ ও স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিক্ষরা দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে।

ঘটনার সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হলে বিকেলে তাদের দাফন সম্পন্ন হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে তিনি উল্লেখ করেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গোষ্ঠিগত দ্বন্দ্বের জের ধরে দুই ভাইকে হত্যা করা হয়েছে। এটা কোন রাজনৈতিক হত্যাকান্ড না। তবে হত্যাকান্ডে জড়িত যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে।

এহ/01/11/24/ দেশ তথ্য