হেলাল উদ্দিন, দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে দুগ্ধ সমবায়ের সমিতির সদস্যদের সাথে প্রকল্প পরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টায় উপজেলার শ্যামনগর দুগ্ধ সমবায় সমিতির অফিস সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক ও প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক্তার বশির আহমেদ।এছাড়াও শ্যামনগর দুগ্ধ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো.সেলিম বিন জামান,উপজেলা সমবায় অফিসের অন্যান্য কর্মকর্তা,কর্মচারীসহ সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই প্রকল্পটি সরকারের একটি গুরুত্বপূর্ন প্রকল্প, এর মাধ্যমে দৌলতপুরে সমিতিভুক্ত প্রান্তিক খামারিদের সহায়তা প্রদানের মধ্য দিয়ে এই অঞ্চলের দুগ্ধ ঘাটতি পুরন হবে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post