Print Date & Time : 11 September 2025 Thursday 3:00 pm

দৌলতপুরে দু’পক্ষের সংঘর্ষ , আহত ১


নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের আঘাতে মনো বিশ্বাস নামের একজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া-বেগুনবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

এতে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টাধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনা স্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে প্রতিপক্ষের ফালাতে মনো বিশ্বাস গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে তার পরিবার থেকে এমন খবর জানানো হয়। পরে হাসপাতাল সূত্রে জানা যায় ওই ব্যক্তি বেঁচে আছেন এবং এ রিপোর্ট লেখা পযর্ন্ত তার অপারেশন চলছিল।

দৈনিক দেশতথ্য//এল//