Print Date & Time : 12 September 2025 Friday 1:43 am

দৌলতপুরে দুর্বৃত্তের আগুনে কপাল পুড়লো কৃষকের

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের দেড় বিঘা জমির ভুট্টা।

মঙ্গলবার দুপুরে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলমত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনে মোশারফ নামের এক কৃষকের দেড় বিঘা জমির ভুট্টা পুড়ে ছাই হয়ে গেছে।তিনি আরো বলেন, কৃষকের জমিতে আগুন দেওয়ার খবর আমি গতকাল দুপুরে পেয়ে উপজেলা কৃষি বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনার বিস্তারিত অবগত করেছি। এবিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক উদয়নগর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে মোশারফ হোসেন জানান, আমার পাশের জমিতে মালিপাড়া গ্রামের হারুন খানের ছেলে এনামুলের ভুট্টা ক্ষেত ছিলো, তাদের ভুট্টা তুলে নেওয়ার পর ভুট্টার শুকনা গাছ পড়ে ছিলো,সেটাতে তারা আগুন দেই , একই দিনই আমার জমির ভুট্টা পুড়িয়ে দেওয়া হয়। ভুক্তভোগী কৃষক মোশারফ বলেন, এনামুলের সাথে কিছুদিন আগে আমার ছেলের কথাকাটাকাটি হয়,সেই কারনেও এই ঘটনা ঘটানো হতে পারে বলে আমি ধারণা করছি । ভুক্তভোগী কৃষক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এবিষয়ে অভিযুক্ত এনামুলের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে তারা সম্পূর্ণ অভিযান অস্বীকার করেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩ মে ২০২৩