দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে নগদ অর্থ সহ ঢেউটিন এবং ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস সহ ৬টি জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টায় দৌলতপুর উপজেল পরিষদ মিলনায়তনে উপস্থিত সুবিধাভোগীদের মাঝে নগদ অর্থ সহ ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সমাজে সেব কর্মকর্তা মো. তৌফিকুর রহমান ও দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান।
দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডে ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৬৯টি পরিবারের মাঝে নগদ ৩ হাজার করে টাকা এক বান্ডিল করে ঢেউটিন এবং ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস সহ ৬টি জটিল রোগে আক্রান্ত ৩৫ জন রোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার করে ১৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৯ মে ২০২৪

Discussion about this post