কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুশীল সমাজ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকদের সাথে কুষ্টিয়া জেলার নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় দৌলতপুর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান গন।
এ সময় দৌলতপুরের বিভিন্ন প্রতিষ্ঠান/ দপ্তর প্রধান স্ব স্ব সমস্যা উন্নয়ন মুলক কর্মকান্ড গুলো জেলা প্রশাসনের কাছে তুলে ধরেন। দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন ও পিয়ারপুর ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মাণের পরিকল্পনারসহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২২ আগস্ট ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post