হেলাল উদ্দিন, দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। সকালে দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোঃ আব্দুল হাই সিদ্দিকীসহ কর্মকর্তাগণ।এর পরেই থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষমবিরোধী ছাত্র আন্দোলন,সাংবাদিক সংগঠন,উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন। সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলমের সঞ্চালনায় থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ,কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Print Date & Time : 21 August 2025 Thursday 12:38 pm