কুষ্টিয়ার দৌলতপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজাসহ মো. মাসুম ফকির (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় গাঁজা বহনে ব্যবহৃত একটি ইজিবাইক আটক করা হয়।
শুক্রবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মেহেদী হাসান মুন্নু পিপুলবাড়ীয়া বালিডাঙ্গা মাঠে অবস্হিত পুলিশ বক্সের কাছ থেকে তাকে আটক করে। আটককৃত মো. মাসুম ফকির মেহেরপুরের গাংনী উপজেলার গড়দহ গাংপাড়া গ্রামের বাসিন্দা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মেহেদী হাসান মুন্নু ও সঙ্গীয় ফোর্স এ এস আই তারেক হাসান, কনেস্টেবল শামীম ও মনিরুজ্জামান অভিযান চালিয়ে ৪কেজি গাঁজা ও একটি ইজিবাইকসহ মাসুম ফকির নামে এক যুবককে আটক করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ৮০হাজার টাকা।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২১ জুলাই ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post