Print Date & Time : 12 September 2025 Friday 12:30 pm

দৌলতপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন। 

সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত এবং মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় তিনি মন্ডপগুলোর পুরোহিত, কমিটির সভাপতি ও ভক্তদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

পরিদর্শন কালে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ। 

যেখানে সকল ধর্মের মানুষ একত্রে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। তিনি পুনরায় নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৪ অক্টোবর  ২০২৩