মোঃ মহির উদ্দীন, স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া দৌলতপুরের ইউপি সদস্য মামুনের পানের বরজে পূর্বশত্রুতার জেরে আগুন দিয়েছে বলে জানান এলাকাবাসী।
এ বিষয়ে এলাকাবাসী জানান গত শনিবার দিবাগত রাতে আমরা লোকালয় থেকে দেখতে পাই মাঠের ভিতর প্রচন্ড আগুন জ্বলছে। মাঠে এসে দেখি ইউপি সদস্য ও মামুনের পান বরজে আগুন জ্বলছে । এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রায় এক শত পিলি পানের বরজ মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে ইউপি সদস্য মামুনুর রশিদ জানান, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আমাকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসতে একটি পক্ষ। নির্বাচন শেষ হলেও তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থেমে নেই। যারা আমার আমাকে হুমকি-ধামকি দিয়ে আসছে তারাই আজ আমার পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমি এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছি তদন্তপূর্বক সঠিক বিচারের আশা করছি আমি।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জাবীদ হাসান জানান, এ বিষয়টি থানায় লিখিত অভিযোগ হয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post