দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক অগ্নিকান্ডে ২টি বাড়ি পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা পাড়া ও বৈরাগীরচর গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
আগুনে দুই পরিবারের প্রায় ৮ লক্ষ টাকার সম্পদ ভষ্মিভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছ্।
স্থানীয় ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্র জানায়, বুধবার দুপুর ২টার দিকে হাটখোলা পাড়া গ্রামের কেরু ভাক্কার বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে বাড়ির চারিদিক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলেও বাড়ির আধা পাকা ৪টি কক্ষে থাকা নগদ অর্থ, মোটরসাইকেল, আসবাবপত্র ও খাদ্যশস্য সহ প্রায় ৫ লক্ষ টাকার সম্পদ ভষ্মিভূত হয়। প্রায় একই সময় বৈরাগীরচর গ্রামের মৃত ফাদ্দেসের ছেলে আব্দুর রাজ্জাকের বাড়িতে আগুন লেগে ৩টি ঘর পুড়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে দুই পরিবার খোলা আাকাশের নীচে রয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩ মে ২০২৪