Print Date & Time : 3 July 2025 Thursday 8:00 pm

দৌলতপুরে প্রাণ গেল বিএটিবি কর্মকর্তার

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া) :
কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের ধাক্কায় সোহান রহমান (৩১) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের বাগোয়ান কলেজ মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত সোহান ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানীতে ফিল্ড সুপারভাইজার হিসেবে মেহেরপুরে কর্মরত ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সোহান মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে নিজ বাড়ি ফিরছিলেন। বাগোয়ান গার্লস কলেজের নিকট পৌছালে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ১৬,২০২৫//