Print Date & Time : 25 August 2025 Monday 12:26 pm

দৌলতপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

হেলাল উদ্দিন, দৌলতপুর (কুষ্টিয়া)কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ও সন্ত্রাস থেকে সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেল তিনটার দিকে উপজেলার সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দৌলতপুর উপজেলা ঔষধ কোম্পানী প্রতিনিধি ফুটবল একাদশ বনাম ঔষধ ব্যবসায়ী ফুটবল একাদশ ।

উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক উপভোগ করে খেলাটি। ৯০ মিনিটের খেলায় ঔষধ ব্যবসায়ী ফুটবল একাদশ ২-১ গোলে ঔষধ কোম্পানী ফুটবল একাদশকে পরাজিত করে। খেলাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপভোগ করেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন। 

এসময় বিসিডিএস দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও শান্তা মেডিকেল হলের  সত্ত্বাধিকারী মো. হেলাল উদ্দিন,ঔষধ কোম্পানী প্রতিনিধির দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসেন সহ বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধি ও ঔষধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ ফেব্রুয়ারী ২০২৪