হেলাল উদ্দিন,দৌলতপুর: কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার সহ দুইজন মাদক কারবারি কে আটক করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি এলাকার পূর্ব মহিষকুন্ডি গ্রামে এরশাদ আলীর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করলে তার বসত বাড়ি হতে মাদকদ্রব্য ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ এরশাদ আলীর স্ত্রী তসলিমা খাতুনকে আটক করে।
অন্যদিকে একই দিন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের গাজী মন্ডলের ছেলে রতন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করলে তার বসতঘরের একটি কক্ষে সুকৌশলে রাখা টিনের বাক্সের ভিতর থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে অভিযান টিম।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার এস আই মো.রাসেল কবীর বলেন,পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এর নেতৃত্বে সিপাহী মো. জাহিদুল ইসলাম, মামুন রহমান ও বিলাস কুমার কুন্ডু সহ বাংলাদেশ সেনাবাহিনীর দৌলতপুরে একটি টহল দলের সার্বিক সহযোগিতায় উপরোক্ত উল্লেখিত মাদক ও মাদক কারবারিদের আটক করা হয়।
মাদক উদ্ধারের ঘটনায় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে দৌলতপুর থানায় মাদক আইনে দুজনের নামে আলাদা দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
এহ/11/11/24/ দেশ তথ্য
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post