Print Date & Time : 11 September 2025 Thursday 3:35 am

দৌলতপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব-১৭ (বালক) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান, স্থানীয় এমপি’র প্রতিনিধি টিপু নেওয়াজ, রিফাইতপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রদিশ বাবলু, প্রাগপুর ইউপি চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান মুকুল সরকার, দৌলতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মহিউল ইসলাম মহি, দৌলতপুর কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুস সালাম, দৌলতপুর কলেজের ক্রীড়া শিক্ষক মো. আবুল হোসেন, দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন ও দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

উদ্বোধনী খেলায় রিফাইতপুর ইউনিয়ন ফুটবল একাদশ প্রাগপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিায়ে দ্বিতীয় পর্বে উন্নীত হয়। আগামী ১৫ জুন একই মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১০ জুন ২০২৩