নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নে বন্যার পানিতে প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি বন্দী মানুষের মধ্যে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট ও নিম্নআয়ের মানুষের মাঝে খাবারের তীব্র সঙ্কট।
এ অবস্থায় খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: দেওয়ান সাইদুল ইসলাম পলাশ। শুক্রবার সারাদিন বানভাসি মানুষের সারাদিন খোঁজখবর নেন এবং নিম্নআয়ের প্রায় ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও কাঁচামরিচ বিতরণ করেন।
স্থানীয়রা জানান, হঠাৎ করে পানি বৃদ্ধির কারণে ঘরবাড়ি ও আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে দিনমজুর ও নিম্নআয়ের পরিবারগুলো।
খাদ্যসামগ্রী পেয়ে বন্যার্তরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, এ দুর্যোগে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সহযোগিতার হাত বাড়ান, তবে ভোগান্তি অনেকটা কমবে।
দেওয়ান সাইদুল ইসলাম পলাশ বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে ছাত্রদল সবসময় কাজ করবে।”
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ ও বিশুদ্ধ পানির জরুরি উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।