কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ লিটার বাংলা মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই অভিযান চালানো হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানান,মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মেহেদী হাসান মুন্নু ও এএসআই তারেক হাসানসহ সঙ্গীয় ফোর্স উপজেলার খলিসাকুন্ডি এলাকায় অভিযান চালিয়ে ১০ লিটার বাংলা মদসহ ১ জনকে আটক করে।
আটককৃত হলেন, দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি দফাদার পাড়ার মৃত দবির উদ্দিনের ছেলে মারফত আলী(৩১)।
আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৫ জুন ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post