Print Date & Time : 14 September 2025 Sunday 9:21 am

দৌলতপুরে বিআরডিবি’র ঋণ বিতরণ

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত বিআরডিবি’র প্রণোদনা এসএমই ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ও দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সমীর কুমার সেন এর সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতপুর মৎস্য কর্মকর্তা খন্দকার মো. সহিদুর রহমান। অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ যারা এ ঋন গ্রহন করছেন তারা নিজেরা স্বাবলম্বী হবেন এবং সময়মত ঋণের অর্থ পরিশোধ করবেন। শেষে দৌলতপুরে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ১১জনকে ২২ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দৌলতপুর অফিস চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।