বিএনপি-জামায়াতের তিন দিনের অবরোধকে ঘিরে কুষ্টিয়ার অন্যতম সীমান্তবর্তী বৃহত্তর উপজেলা দৌলতপুরে সন্ত্রাস-নাশকতা ঠেকাতে ও জনগণের জান-মালের রক্ষার্থে সতর্ক পাহারা দিচ্ছেন দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুনের অনুসারী নেতাকর্মীরা। তারা মঙ্গলবার বিএনপির অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। অবরোধের প্রথম দিন উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ডাংমড়কা এলাকায় এই বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এসময় উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন বলেন, আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ,যুবলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে বেশ কয়েকটি টিম মাঠে রয়েছে। অবরোধ কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে সড়ক পাহারা দিবেন। তিনি আরো বলেন, অবরোধের নামে যদি দৌলতপুরে কোন অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করা হয় তাহলে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলাউল হক, যুবলীগ নেতা মীর আরিফ, নাসিরুল ইসলাম সাবু, বুলবুল হক, মকলেচুর রহমান, মোকাদ্দেস আলী প্রমুখ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩১ অক্টোবর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post